ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অতিরিক্ত পুলিশ মোতায়েন

সিরাজগঞ্জে জমির দলিল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ২৩, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জে জমির দলিল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ২৩, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামে জমির দলিল তোলা নিয়ে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২৩ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২৭ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ ২৩ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই গ্রামের হামিদ মেম্বারের ছেলে আরিফকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উপজেলা ভূমি অফিস থেকে দলিল তোলা নিয়ে ওই গ্রামের রুবেল সরকারের সাথে দলিল লেখক আলম হোসেনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার দুপুরে ওই ২ জনের মধ্যে ঝগড়া হয় এবং একপর্যায়ে উভয়ের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বেধে যায়। এ সংঘর্ষ চলাকালে আরিফ তার লাইসেন্স করা বন্দুক দিয়ে এলোপাথরিভাবে গুলি ছোড়ে। এতে ওই ২৩ জনের হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে উল্লেখিত হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আরিফকে গ্রেফতার করা হয়। আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সিরাজগঞ্জ,জমির দলিল,সংঘর্ষ,গুলিবিদ্ধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত